
বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। এই জুটির নতুন নাটক নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, এর ‘ওএসটি’ তথা টাইটেল সং ‘মেরি জিন্দেগি হে তু’ নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ক্লাসিক সুরকে নতুন আবহে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক আসিম আজহার। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই গানটি রেকর্ড পরিমাণ স্ট্রিমিংয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই গানের রেশ এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পৌঁছে গেছে।