অনলাইন সংস্করণ
১৩:৪৪, ২০ জানুয়ারি, ২০২৬
বলিউড বাদশা শাহরুখ খান সাধারণত তার মার্জিত আচরণ ও অসীম ধৈর্যের জন্যই বেশি পরিচিত। ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা কিংবা অপ্রস্তুত পরিস্থিতিও কৌশলে সামাল দেওয়ার নজির বহুবার রেখেছেন তিনি। তবে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরল এক রূপে দেখা গেল কিং খানকে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে এক বিজয়ীর হাতে সম্মাননা তুলে দিচ্ছিলেন শাহরুখ খান। কিন্তু সেই গাম্ভীর্যপূর্ণ মুহূর্তে পুরস্কার গ্রহণ না করে হঠাৎ ওই বিজয়ী নিজের মোবাইল ফোন বের করে শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। মঞ্চের শৃঙ্খলা ও অনুষ্ঠানের মর্যাদা রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে বিরক্ত হন শাহরুখ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিং খান ওই ব্যক্তির হাত থেকে ফোনটি কেড়ে নেন। এমন দৃশ্য দেখে অনেক দর্শকই বিস্মিত হন, কারণ ভক্তদের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে শাহরুখের এই ধরনের কঠোর প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না। মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।
তবে ভিডিওটি পুরোটা দেখলে বোঝা যায়, শাহরুখের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, বরং অনুষ্ঠানের নিয়ম ও শালীনতা বজায় রাখা। ফোন কেড়ে নেওয়ার পর তিনি শান্তভাবে ওই দুই ভক্তকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন। এরপর হাসিমুখেই তাদের সঙ্গে অফিশিয়াল ছবি তোলেন শাহরুখ। অর্থাৎ ভক্তদের ছবি তোলার ইচ্ছা তিনি পূরণ করেছেন, তবে মঞ্চে নিয়ম ভেঙে সেলফি তোলাকে সমর্থন করেননি।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে শাহরুখ ভক্তদের বড় একটি অংশ তার পক্ষেই অবস্থান নিয়েছেন। অনেকের মতে, পুরস্কার গ্রহণের মতো আনুষ্ঠানিক মুহূর্তে সেলফি তোলা অত্যন্ত অপেশাদার আচরণ। তাই এমন পরিস্থিতিতে শাহরুখের কঠোর হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা।