ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে উত্তর ইরানে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্প নতুন করে নানা গুজব ও সন্দেহের জন্ম দিয়েছে। শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার, যা ভূমিকম্পের ক্ষেত্রে সাধারণত স্বাভাবিক ধরা হয়। এই ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্তও অনুভূত হয়েছে এবং এটি ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বলা হচ্ছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) হয়তো কোনও গোপন পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে এই ভূমিকম্প হয়েছে। তবে এসব দাবি এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে নিশ্চিত হয়নি। ইরানের রাষ্ট্রীয় ও প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও ‘পরীক্ষা’ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি। বিভিন্ন সংবাদমাধ্যম ভূমিকম্পের মাত্রা ৫.১ থেকে ৫.৫ পর্যন্ত উল্লেখ করলেও তা পরিমাপ পদ্ধতির তারতম্যের কারণে হয়ে থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিস্ফোরণের ফলে ভূকম্পনের মতো কম্পন তৈরি হতে পারে ঠিকই, তবে সেগুলোর কম্পন তরঙ্গ, গভীরতা ও আচরণ প্রাকৃতিক ভূমিকম্পের থেকে আলাদা হয়। বর্তমান প্রমাণের ভিত্তিতে এ ভূমিকম্পকে গোপন পারমাণবিক পরীক্ষার ফল বলা যায় না। যদিও এর অবস্থান ও সময়সীমা সন্দেহ তৈরি করছে, তবে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত এটিকে বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেনি। তাই একে এখনই গোপন পারমাণবিক পরীক্ষা বলার কোনো ভিত্তি নেই—এটি গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে পরবর্তী উপগ্রহচিত্র বিশ্লেষণ কিংবা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট বিষয়টি পরিষ্কার করতে পারে।