ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইরানের ইসফাহান প্রদেশের নাজাফাবাদ প্রদেশের গভর্নর হামিদ রেজা মোহাম্মদী ফেশারাকি বলেছেন, অ্যাম্বুলেন্সটি একজন রোগীকে নিয়ে যাচ্ছিল। পথে ড্রোন হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হন।

ফেশারাকি আরও বলেন, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙেচুরে গেছে।

তিনি আরও বলেন, ড্রোনটির হামলায় ধাক্কায় অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে পড়ে। পরে পাশ দিয়ে যাওয়া গাড়ি অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালক, রোগী ও রোগীর স্বজনরা সবাই মারা গেছেন।

আবা/এসআর/২৫

ইরান,ড্রোন হামলা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত