ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গণহত্যার বিচার চেয়ে স্ট্যাটাসে যা লিখলেন সোহেল তাজ

গণহত্যার বিচার চেয়ে স্ট্যাটাসে যা লিখলেন সোহেল তাজ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জুলাই-আগস্টে সারাদেশে গণহত্যা চালায়। এসব গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ।

বুধবার (৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি তোলেন।

শেখ হাসিনা সরকারের গণহত্যা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ব্যাটল ফর বাংলাদেশ: ফল অব শেখ হাসিনা’ শেয়ার করে তাজউদ্দীনপুত্র ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে- এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে।

গণহত্যার বিচার চেয়ে স্ট্যাটাসে যা লিখলেন সোহেল তাজ

সোহেল তাজ,স্ট্যাটাস,গণহত্যার বিচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত