ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানাল ইরান

আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানাল ইরান

ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০-তে পৌঁছেছে। সোমবার (২৩ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি মানুষ।

তবে ইরানভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ বলছে, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারিভাবে জানানো সংখ্যার প্রায় দ্বিগুণ হতে পারে।

১৩ জুন থেকে শুরু হওয়া এই হামলা তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তেল শোধনাগারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও হামলার লক্ষ্য হয়েছে।

এদিকে, পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। তবে ইসরায়েল হামলার মাত্রা আরও বাড়িয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, “আমরা নজিরবিহীন শক্তি দিয়ে তেহরানে আঘাত করেছি। আমাদের হামলার লক্ষ্যবস্তুগুলো ছিল ইসলামি শাসনব্যবস্থার প্রতীক।”

গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার পাশাপাশি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শাসনপরিবর্তনের’ ইঙ্গিত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানের সামরিক বাহিনী এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।

ইরান,নিহত,ইসরায়েল,স্বাস্থ্য মন্ত্রণালয়,রাষ্ট্রীয় টেলিভিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত