ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল যদি নতুন করে আক্রমণ না করে, তাহলে ইরানও আর কোনো হামলা চালাবে না-এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

আরাঘচি বলেন,

'এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি। তবে যদি ইসরায়েল ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ রাখে, তবে আমরা প্রতিক্রিয়া দেওয়া বন্ধ রাখব।'

তিনি আরও জানান, ইরান এখন পর্যন্ত কোনো সামরিক চুক্তি বা আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। তবে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে, তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন,

'ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে সংঘাতের অবসান ঘটাবে।'

তবে ট্রাম্পের এই ঘোষণাকে ইরানী পক্ষ 'মিথ্যা' বলে প্রত্যাখ্যান করেছে এর আগেই। বিশেষ করে আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ ট্রাম্পের বিবৃতিকে মার্কিন কৌশলগত বিভ্রান্তি হিসেবে বর্ণনা করে।

বিশ্লেষকদের মতে, আরাঘচির এই বার্তাটি অফিশিয়াল যুদ্ধবিরতি নয়, বরং শর্তাধীন শান্তি সংকেত-যার মূল শর্ত হলো ইসরায়েলের আগ্রাসন বন্ধ রাখা।

বর্তমানে ইসরায়েল এবং ইরান উভয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে, তবে এই বার্তাটি আপাতত সংঘাত প্রশমনের একটি সম্ভাব্য জানালা খুলে দিয়েছে।

ইসরায়েল,ইরান,ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত