ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরাইল

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরাইল

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটির কর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের জন্য পেয়েছে প্রায় ৩৮ হাজার ৭০০ আবেদন। এসব আবেদনের মধ্যে সবচেয়ে বেশি দাবি উঠেছে বসতবাড়ি ও ভবনের ক্ষতির জন্য।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল-ইরান সরাসরি সংঘাতে জড়ানোর পর কর কর্তৃপক্ষের ক্ষতিপূরণ তহবিলে যেসব আবেদন এসেছে, তার মধ্যে ভবন ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের জন্য ৩,৭১৩টি এবং অন্যান্য যন্ত্রপাতি বা মালামালের জন্য ৪,০৮৫টি আবেদন করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখনো তাদের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়া হয়নি।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিপূরণের আবেদন এসেছে রাজধানী তেল আবিব থেকে—সংখ্যা ২৪,৯৩২টি। দ্বিতীয় সর্বোচ্চ দাবি করা হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন থেকে—১০,৭৯৩টি।

তবে এখন পর্যন্ত এসব ক্ষয়ক্ষতির জন্য সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসরায়েল।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই অভিযোগে দেশটি ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

এ সংঘাতে গত রোববার তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে।

সবশেষ ১২ দিনের সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

ইরানি,ক্ষেপণাস্ত্র,হামলা,ক্ষয়ক্ষতি,পরিসংখ্যান,ইসরাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত