ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জয় বাংলা’ বলায় হুমকি, সংসদে শুভেন্দুর বিরুদ্ধে প্রস্তাব

‘জয় বাংলা’ বলায় হুমকি, সংসদে শুভেন্দুর বিরুদ্ধে প্রস্তাব

‘জয় বাংলা বনাম জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে রাজপথের উত্তেজনা এবার সংসদে পৌঁছেছে। লোকসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়ার অভিযোগ, এক ভিডিওতে দেখা যায়, হুগলির পুরশুড়ায় এক বাসিন্দা ‘জয় বাংলা’ স্লোগান দিলে শুভেন্দু অধিকারী তাকে হুমকি দেন। এমনকি তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও সাধারণ মানুষকে ভয় দেখাতে নামে।

মহুয়া বলেন, “জয় বাংলা এই রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের অংশ। বিরোধী দলনেতার এই আচরণ বাকস্বাধীনতা রোধের চেষ্টা।” তিনি আরও অভিযোগ করেন, “শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ওপর রীতিমতো চড়াও হন, যা অত্যন্ত উদ্বেগজনক।”

লোকসভায় মহুয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দায়ী করেন। বলেন, ‘এই বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। অথচ তারা জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। মণিপুর বা সীমান্তের দায়িত্বে ব্যর্থ হওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী এখন সাধারণ মানুষকে ভয় দেখানোর বাহিনী পরিচালনা করছেন। এই আচরণের জন্য তাঁর পদত্যাগ করা উচিত।’

সংবাদমাধ্যমে মহুয়া বলেন, ‘গ্রামে একজন গরিব মানুষকে বিরোধী দলনেতা যেভাবে চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন, সেটার পেছনে কেন্দ্রীয় বাহিনীর সমর্থন থাকাটা খুবই লজ্জাজনক।’

শুভেন্দু,জয় বাংলা,জয় শ্রীরাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত