
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। খবর আনাদোলুর।
শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।
অন্যদিকে, খাবার ও চিকিৎসার অভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, এর মধ্যে ৯৮ জন শিশু।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকট চরমে।
এদিকে, গত শুক্রবার অনুমোদিত এবং প্রকাশিত ইসরায়েলের নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসানের জন্য পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করা হয়েছে, যার একটি হলো ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। ইসরায়েলি গণমাধ্যম বলছে, প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে।
এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলসহ ইসরায়েলের ভেতরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। কিছু সামরিক কর্মকর্তা এবং গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যরাও এ পরিকল্পনার বিরোধিতা করছেন, কারণ তারা বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
আবা/এসআর/২৫