ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।

আফাদ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের ফলে বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

ভূমিকম্পের সময় বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সিনদিরগি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, সিনদিরগিতে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। তবে বেশিরভাগই পুরনো ও পরিত্যক্ত ছিল। দুটি মসজিদের মিনারও ধ্বসে পড়ে।

ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় একজন বৃদ্ধাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এছাড়া আহত ২৯ জনের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আবা/এসআর/২৫

তুরস্ক,ভূমিকম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত