অনলাইন সংস্করণ
১৬:৩৮, ১১ আগস্ট, ২০২৫
ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীসহ বিরোধী সংসদ সদস্যদের আটকের কারণ জানিয়েছে দিল্লি পুলিশ।
সোমবার (১১ আগস্ট) নয়াদিল্লি পুলিশের ডিসিপি (ডেপুটি কমিশনার অফ পুলিশ) দেবেশ কুমার বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল। তবে, সংসদ সদস্যদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে’।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তাদের বলা হয়েছিল যে ৩০ জনকে অনুমতি দেওয়া হয়েছে, যে কোনও ৩০ জন আসতে পারেন। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের আটক করা হয়েছে’।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বিবিসি সংবাদদাতা আশা ইয়েদগেকে জানান, ‘আমরা বিক্ষোভকারীদের আটক করার নির্দেশ পেয়েছি এবং নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখতে বলা হয়েছে।’
এরআগে এদিন দুপুরে ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধীদলীয় বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়।