ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৯

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৯

গাজার উপত্যকায় সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণে অন্তত ৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৪৯৯ জনে পৌঁছেছে। খবর আনাদোলুর।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে একটি মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বিবৃতিতে আরও বলা হয়, বহু নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।

এছাড়া, ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৮০৭ জন নিহত হয়েছেন। অপুষ্টিজনিত ও ত্রাণ নিতে গিয়ে নিহতদেরও মোট প্রাণহানির তালিকায় অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এতে গাজার মানবিক বিপর্যয় আরও বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে মোট ২২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০১ জনই শিশু।

আবা/এসআর/২৫

গাজা,নিহত,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত