ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত, তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস

সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত, তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। এতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হচ্ছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই চরম আবহাওয়ার ঘটনা গ্রীষ্মের তুলনায় শীতের দৃশ্যকে আরও বেশি সাধারণ করে তুলেছে। অঞ্চলটিতে শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি। এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যার সৃষ্টি করেছে।

ইতোমধ্যেই বজ্রপাত, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে ঝড়ের তীব্রতা লক্ষ্য করা গেছে।

ভিডিওতে দেখা যায়, বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি ভূ-প্রকৃতিকে ঢেকে দিচ্ছে। এনসিএমের সতর্কীকরণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিম্নাঞ্চল থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আবা/এসআর/২৫

সৌদি আরব,শিলাবৃষ্টি,তাপমাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত