অনলাইন সংস্করণ
২৩:১১, ১৩ আগস্ট, ২০২৫
প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা।
বুধবার (১৩ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির তিনটি পৃথক মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোট ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়।
এর আগে জানুয়ারিতে শেখ হাসিনার সম্পত্তিতে থাকার অভিযোগ ওঠে টিউলেপর বিরুদ্ধে এবং বাংলাদেশে দুর্নীতিতে তার নাম উঠে আসে। এ নিয়ে সমালোচনা শুরু হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকারের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।
নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন টিউলিপ। সেখানে নিজেকে নির্দোষ ও এ বিচারকে প্রহসন হিসেবে দাবি করেছেন তিনি।
তিনি বলেছেন, ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত।
তবে, দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল বলেছেন, সিদ্দিক মিথ্যা কথা বলছেন। আমরা প্রয়োজনীয় সকল নথি পেয়েছি, যার মধ্যে এই বিষয়ে তার চিঠিপত্রও রয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে।
আবা/এসআর/২৫