ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জনগণের ইচ্ছায় ক্ষমতায়, মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থাকে ড. ইউনুস

জনগণের ইচ্ছায় ক্ষমতায়, মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থাকে ড. ইউনুস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার ক্ষমতায় থাকা ব্যক্তিগত ইচ্ছার ফল নয়, এটি জনগণের পক্ষ থেকে এসেছে। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, ‘এটা আমার নয়, এটি সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি।’

তিনি নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি অপেক্ষা করি, মানুষের ইচ্ছা কী তা দেখার জন্য অপেক্ষা করি। তারপর তা বাস্তবায়ন করি।’

তিনি বর্তমান ভূমিকা সম্পর্কে বলেন, ‘আমি একজন নেতা নই, বরং গণতান্ত্রিক ব্যবস্থার একজন অভিভাবক।’ তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে এবং বিতাড়িত রাজনৈতিক শক্তিগুলো দেশের স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টা করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গত দেড় দশকে নতুন ভোটারদের বড় অংশ আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। কেউ ১০ বছর, কেউ ১৫ বছর ধরে অপেক্ষা করেছেন। এবার তারা ১৫ বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন।’

ড. ইউনুস,মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত