ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে : ট্রাম্প

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে : ট্রাম্প

যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু হয়েছে। ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: সিএনএন

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফায় বৈঠক করা হয়।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।

তবে কবে, কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দুই প্রেসিডেন্টের (পুতিন ও জেলেনস্কি) আমি থাকব। আবারও বলছি, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ।’

ট্রাম্প আরও লিখেন, আজকের বৈঠকগুলোতে মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া। ইউরোপের বিভিন্ন দেশ এ নিশ্চয়তা দেবে, যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র।

বৈঠকের ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া প্রথমে একটি দ্বিপাক্ষিক বৈঠক প্রস্তাব দিয়েছে, যার পর ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেকোনো ফর্ম্যাটে বৈঠকে বসতে প্রস্তুত। আমি শর্ত আরোপ করতে চাই না, কারণ পুতিন নিজেই শর্ত নিয়ে আসবেন। আমাদের নিঃশর্তভাবে মিলিত হয়ে যুদ্ধ শেষের পথ বের করতে হবে।

তবে, দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ন্যাটো মহাসচিব মার্ক রুটও ট্রাম্পের ভূমিকাকে প্রশংসা করেছেন এবং ইউক্রেন সংকট সমাধানের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন।

আবা/এসআর/২৫

পুতিন,জেলেনস্কি,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত