ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করলেন এস. জয়শঙ্কর

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করলেন এস. জয়শঙ্কর

রাশিয়ার মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। খবর এনডিটিভির।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্যবসায়িক ফোরামের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব পায়।

এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ও চাপের কারণে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, যুক্তি দেয়া হচ্ছে যে এসব কেনাকাটা ইউক্রেন যুদ্ধকে উসকে দিচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটি। ভূ-রাজনৈতিক অভিন্নতা, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং জনসাধারণের অনুভূতিই এই সম্পর্কের প্রধান চালিকাশক্তি।’

ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বে অন্যতম স্থিতিশীল সম্পর্ক হিসেবেই পরিচিত বলেও তিনি উল্লেখ করেন।

তিন দিনের রাশিয়া সফরে ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (আইআরআইজিসি-টেক)-এর বৈঠক সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোয় আয়োজিত ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেন জয়শঙ্কর।

আবা/এসআর/২৫

মস্কো,জয়শঙ্কর,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত