ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে ইসরায়েলে ২০০ মার্কিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র।

শনিবার (১১ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলে একটি বহুজাতিক টাস্কফোর্স গঠন করবে, যার নাম হবে “সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার”। এতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনা সদস্যরাও অংশ নিতে পারেন।

একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবে না। বরং তারা একটি “জয়েন্ট কন্ট্রোল সেন্টার” গঠন করবে, যা বহুজাতিক বাহিনীর কার্যক্রম সমন্বয় করবে।

এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকি ও মানবিক সহায়তা কার্যক্রমে সমন্বয় করাই হবে এর প্রধান দায়িত্ব।

যুদ্ধবিরতি,পর্যবেক্ষণ,ইসরায়েল,সেনা,যুক্তরাষ্ট্র,বহুজাতিক টাস্কফোর্স,গাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত