ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পশ্চিম তীর অধিগ্রহণের প্রস্তুতি: ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

পশ্চিম তীর অধিগ্রহণের প্রস্তুতি: ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

অধিকৃত পশ্চিম তীরে আরও বসতি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণের কোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না বরং এমন পদক্ষেপ নিলে ইসরায়েলকে ক্ষতির মুখে পড়তে হবে।

এ-সংক্রান্ত একটি প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক অনুমোদন পেয়েছে। এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। পাশাপাশি প্রস্তাবটির বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীর দখলে নেসেটের পদক্ষেপ গাজা সংঘাত অবসানে ওয়াশিংটনের পরিকল্পনাকে হুমকিতে ফেলবে।

টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি হবে না, কারণ আমি আরব দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমাদের প্রতি আরব বিশ্বের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল যদি পশ্চিমতীর অধিগ্রহণের চেষ্টা করে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিসি নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েল ট্রাম্পের এই সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উগ্রপন্থি কয়েকজন এমপি ও মন্ত্রী পুরো পশ্চিমতীর এলাকা অধিগ্রহণের দাবি তুলেছেন এবং এ বিষয়ে দেশজুড়ে জনমত গঠনের চেষ্টা চলছে। ঠিক ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এ মন্তব্য এলো।

ট্রাম্প আরও বলেন, আমি আরবদের কথা দিয়েছি, পশ্চিমতীরের ওপর কোনো ধরনের দখল বা সম্প্রসারণের পদক্ষেপ হবে না। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, সংঘাত নয়।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন। যদিও তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

উল্লেখ্য, ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থি নেতা দেশটির সঙ্গে পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন। তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধূলিসাৎ করতে চান।

আবা/এসআর/২৫

ইসরায়েল,হুঁশিয়ারি,অধিগ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত