ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) পৃথক রুটিন অভিযানের সময় ৩০ মিনিটের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।

সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। উভয় ঘটনার কারণ খুঁজে বের করতে বিস্তর অনুসন্ধান শুরু করেছে মার্কিন নৌবাহিনী।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানায়, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।

এর ৩০ মিনিট পর বিকাল সোয়া ৩টার দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২-এর ‘ফাইটিং রেডককস’-এর জন্য নিযুক্ত একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট ফাইটারও নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।

দুটি আকাশযানের ক্রু সদস্যরা ইজেক্ট করে বেরিয়ে আসেন এবং নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে বলেও জানায় দেশটির নৌবাহিনী।

চীন এবং দক্ষিণ-পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের মালিকানা নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

চীন গত দুই দশকে এই অঞ্চলে সামরিক অবকাঠামো নির্মাণ করেছে, যা নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখে পশ্চিমা বিশ্ব।মার্কিন বাহিনী চীনের এসব কার্যক্রমের বিরোধিতা করে, যাতে এই অঞ্চলে নৌচলাচল মুক্ত রাখা যায় এবং ওয়াশিংটনের মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনীতিক সফরের মধ্যে এই দুর্ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বাণিজ্য বিষয়ে চুক্তি করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।

সূত্র : সিএনএন

যুদ্ধবিমান,দুর্ঘটনা,হেলিকপ্টার,মার্কিন নৌবাহিনী,বিধ্বস্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত