ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিল ইসরায়েল, হামলা অব্যাহত

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিল ইসরায়েল, হামলা অব্যাহত
ফাইল ছবি

ইসরায়েলি বাহিনী আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে, যাদের মধ্যে বেশ কিছু দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। গতকাল (শুক্রবার) ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মাধ্যমে এই দেহগুলো ফেরত দেয়া হয়।

ফিলিস্তিনি মরদেহ ফেরত দেয়ার ঘটনা ঘটেছে এমন সময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজা স্ট্রিপে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা চলমান যুদ্ধবিরতির মাঝেও প্রাণহানি ঘটাচ্ছে। শুক্রবারের হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হন।

শুক্রবার গাজার শুজাইয়াহ এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন, তার ভাইও গুরুতর আহত হন। একই সময়ে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরও এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, পূর্ববর্তী গোলাবর্ষণের পর আহত এক ফিলিস্তিনি শুক্রবার মারা যান।

এর বাইরে, গাজার কেন্দ্রীয় অঞ্চলের আজ-জাহরা এলাকায় আবু মেদইন পরিবারের ধ্বংসাবশেষ থেকে এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা।

ইসরায়েলি যুদ্ধবিমান শুক্রবার খান ইউনিসে দক্ষিণ গাজায় আরও একাধিক ভবনে আক্রমণ চালায়।

ফিলিস্তিনি মরদেহ ফিরিয়ে দেয়ার এই পদক্ষেপটি আগের অক্টোবরের বন্দি-বন্ধি আদান-প্রদান চুক্তির অংশ হিসেবে নেয়া হয়েছে। এই হস্তান্তরের মাধ্যমে মোট নিহত ফিলিস্তিনি মরদেহের সংখ্যা ২২৫টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, মরদেহগুলো নিয়মিত প্রক্রিয়া অনুসারে শনাক্ত করা হচ্ছে এবং পরিবারগুলোকে অবহিত করার জন্য নথিভুক্ত করা হচ্ছে।

এছাড়া, পূর্ববর্তী মরদেহ হস্তান্তরে ফিলিস্তিনি বন্দীদের দেহে নির্যাতনের চিহ্ন ছিল, যেমন হাতকড়া ও চোখ বাঁধা ছিল, অনেক মরদেহ পচে গিয়েছিল বা পুড়ে গিয়েছিল, আবার কিছু মরদেহের অঙ্গ বা দাঁত ছিল না।

ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে প্রশাসনিক আটকাদেশে রাখে, যেখানে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নেই। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর বন্দীদের উপর নির্যাতনের খবর বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের শুরুতে স্বাক্ষরিত চুক্তির পর, হামাস ২০ জীবিত বন্দী মুক্তি দেয়, আর ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়। এর পাশাপাশি, ইসরায়েল গাজার কিছু শহরাঞ্চল থেকে আংশিকভাবে বাহিনী প্রত্যাহার করেছে।

তবে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১১ অক্টোবরের পর গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী রয়েছে।

সূত্র: আল জাজিরা

ফিলিস্তিনি,ইসরায়েল,মরদেহ,হামলা,অব্যাহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত