
সীমান্তে মাইন বিস্ফোরণে দুই সেনা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কম্বোডিয়ার সঙ্গে হতে যাওয়া শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত ২৬ অক্টোবর মালয়েশিয়ায় চুক্তিটি স্বাক্ষর হয়।
গত জুলাইয়ে সীমান্তে সংঘাতের পরিপ্রেক্ষিতে হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। রয়্যাল থাই আর্মির এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা গুরুতর আহত হন। আরেকজন আঘাত পান বুকে।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আঙ্গাসাকুলকিয়াত বলেন, ব্যাংকক ‘যৌথ ঘোষণার বাস্তবায়ন’ স্থগিত রাখবে। অর্থাৎ, অক্টোবরের শেষ দিকে কুয়ালালামপুরে স্বাক্ষরিত কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তিটি স্থগিত হলো।
চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে থাইল্যান্ডে আটক ১৮ কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সংবাদ সম্মেলনে বলেন, ‘ভেবেছিলাম নিরাপত্তা হুমকি কমে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি।’
কম্বোডিয়ার কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করেনি। এর আগে বিভিন্ন সময় সীমান্তে মাইন পুঁতে রাখার অভিযোগ তারা অস্বীকার করেছিল। গত সোমবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শান্তির প্রতি অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে বহু বছর ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। গত জুলাইয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪৩ জন নিহত ও প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দুই দেশ প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আবা/এসআর/২৫