ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা

সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা

পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘কিং আবদুলআজিজ মেডেল অব এক্সেলেন্স’ প্রদান করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানায়, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সফরকালে দুই পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের জারি করা রাজকীয় ফরমান অনুযায়ী মুনিরকে এই সম্মাননা প্রদান করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘আসিম মুনিরের ব্যতিক্রমধর্মী সামরিক সেবা ও নেতৃত্ব, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।’

এই সম্মান প্রদানের জন্য ফিল্ড মার্শাল মুনির দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইএসপিআর জানায়, এটি পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন, যা সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা বিদ্যমান। গত ১৮ সেপ্টেম্বর দুই দেশ একটি ঐতিহাসিক ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’ স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, উভয় দেশের যেকোনো একটির বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।

এছাড়া পাকিস্তানি সামরিক প্রশিক্ষকরা দীর্ঘকাল ধরে সৌদি আরবে দায়িত্ব পালন করছেন, আর অর্থনৈতিক সংকটকালে ইসলামাবাদকে উদার আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদ।

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা,পাকিস্তানের সেনাপ্রধান,সৌদি আরব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত