ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনার পর এই ঘোষণা আসে।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কারাকাস ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ভেনেজুয়েলার সরকার জানায়, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ভেনেজুয়েলার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জরুরি অবস্থা ঘোষণার পর দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালাচ্ছে।

মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানায়, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ভেনেজুয়েলা। একই সাথে বিশ্ববাসীর কাছে আমরা এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরছি এবং এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেওয়া হয়।

ভেনেজুয়েলা মাদক উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। প্রথমে সমুদ্রপথে নৌযানে হামলার ঘটনা ঘটে, এরপর সরাসরি ভেনেজুয়েলার ভেতরে অভিযান চালানো হয়। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র,হামলা,ভেনেজুয়েলা,জরুরি অবস্থা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত