ঢাকা রোববার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জের তিন আসনে ২৯ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জের তিন আসনে ২৯ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে তিনটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়েছে। আসনগুলো হচ্ছে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে এ যাচাই-বাছাইয়ের কাজ চলে।

এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাচাইবাছাইয়ে তিন আসনের মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী।

মনোনয়নপত্র বাতিলের পেছনে শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকার কথা উল্লেখ করা হয়। তাছাড়া কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি ও মামলার তথ্য গোপনের কারণ দেখানো হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জেলার একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী কিশোরগঞ্জ-৪ আসনের কাজী রেহা কবির সিগমা, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুম এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল রয়েছেন।

মনোনয়ন যাচাইবাছাই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে ভিড় করে। আগামীকাল রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বাতিল হওয়া সবাই নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়নপত্র বাতিল,তিন আসনে ২৯ প্রার্থী,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত