ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাসুম বিল্লাহর টিভি অনুষ্ঠান হাজার পর্বে পা

মাসুম বিল্লাহর টিভি অনুষ্ঠান হাজার পর্বে পা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজার ইসলামি টিভি অনুষ্ঠান ১ হাজার পর্বের সাফল্য ছুঁয়েছে। বিটিভিসহ ১৫টি স্যাটেলাইট টেলিভিশনে এসব অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি।

অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল ইসলামি রিয়েলিটি শো, টকশো এবং ইসলামি প্রশ্নোত্তরের সরাসরি সম্প্রচার।

বুধবার মাইটিভিতে সাওয়াল-জাওয়াব অনুষ্ঠানের মধ্য দিয়ে শায়খ মাসুম বিল্লাহ বিন রেজার পরিচালিত ইসলামি অনুষ্ঠান ১ হাজার পর্বে পা রাখল। এ ছাড়া তিনি ৪টি রেডিওতে প্রায় ২ হাজার অনুষ্ঠান পরিচালনা করেছেন।

শায়খ মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এফ এম, এম এম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ (সম্মান) ও এম এ উত্তীর্ণ হন। উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম পুরস্কার পান। পাক্ষিক সবার খবর ২০১৭ সালের সেরা ইসলামি আলোচক নির্বাচিত হন। ২০১৮ সালে ক্যারিয়ার বাংলাদেশ তাকে লেখক সম্মাননা দেয়৷

ইসলামি আলোচক ও উপস্থাপক হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন বিটিভিসহ ১৪টি টেলিভিশনে। আলোচনা প্রচার হয়েছে প্রায় ৩ হাজার (টিভি ও রেডিও)। ইসলামি কলাম লেখক হিসেবে শতাধিক লেখা প্রকাশ পেয়েছে। এ ছাড়া তার লেখা বই ১৫টি ও সম্পাদিত বই ১২টি।

টিভি,ইসলামি অনুষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত