ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আলো ছড়াচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

আলো ছড়াচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ পূর্বপ্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের স্পন্সরে আয়োজিত এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে নতুন মাত্রা।

মেলা শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর (শনিবার) থেকে। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এ মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন।

আয়োজক সূত্র জানিয়েছে, এবার মেলায় ১৫০টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।

কোরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস- সব মিলিয়ে বৈচিত্র্যময় সংগ্রহের পসরা সেজেছে এ মেলায়। প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, কিরাত ও হামদণ্ডনাত পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশ নেওয়া পথিক প্রকাশনের সত্ত্বাধিকারী ইসমাঈল হোসেন বলেন, ‘মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও বর্ণিল ও সুশৃঙ্খল হয়েছে। বিদেশি প্রকাশকরা আসায় পাঠকরা আন্তর্জাতিক মানের ইসলামি বই হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।’

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ‘ইসলামি সাহিত্যের গুরুত্ব অপরিসীম। কারণ, এটি ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের প্রচার করে, ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে এবং মুসলিমদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। এর অন্যতম মাধ্যম হলো বই। বিভিন্ন প্রকাশনী এ মেলায় একত্র হয়েছে। ফলে পাঠকদের বই কিনতে সুবিধা হচ্ছে। এ বইমেলা ইসলামি সাহিত্যের নতুন দিগন্ত। মূলত দ্বীনের খেদমত, ইসলামি সাহিত্যের জাগরণে সহায়তার উদ্দেশ্যেই মুসান্নিফ গ্রুপ এবারের ইসলামি বইমেলায় স্পন্সর করেছে।’ তিনি আরও বলেন, ‘এ মেলা আমাদের, এ মেলা ইসলামি সাহিত্যের, এ মেলা সুস্থ্য মানসিকতা বিকাশের, তাই আপনিও শামিল হন। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।’

ইসলামি বইমেলা,আলো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত