ঢাকা মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ত্বকের যত্নে আলুর খোসা

ত্বকের যত্নে আলুর খোসা

আমরা সাধারণত আলুর খোসা কাটার পর ফেলে দেই। চাইলে কিন্তু এই খোসা না ফেলে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এটু স্কিন ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, অ্যাজেলসিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ক্যাটকোলেজ ট্যান ও দাগ দূর করে ত্বককে সুন্দর করে তোলে। এই খোসা মূলত স্কিন ইলাস্টিসিটি বাড়াতে কাজ করে।

এছাড়া আলুর খোসায় ত্বকের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন সি রয়েছে। এই দুটি উপাদানই ত্বকের পুষ্টির জন্য প্রয়োজনীয়। ভিটামিন সি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে।

আলুর খোসা দিয়ে ত্বকচর্চা:

প্রথমে আলুর খোসা বেটে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি মুখে মাখিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন মুখ।

আলুর খোসার ভেতরের অংশ চোখের নিচে ঘষুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ১৫ মিনিট এটি লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর আন্ডার আই ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যান। মাসখানেক এই রুটিন ফলো করলেই দেখবেন চোখের নিচের কালচেভাব দূর হয়ে গেছে।

চাইলে টোনার হিসেবেও আলুর খোসার রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আলুর খোসা বেটে তার রস বের করে নিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। একবার রস বের করে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

ত্বক,যত্ন,আলুর খোসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত