ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান

নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছু বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা করাও আমাদের পক্ষ থেকে গুরুত্ব পেয়েছে।’

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন তাদের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।’

নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত