চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটির হয়ে উসমান দেম্বেলের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ থেকে জয় নিয়ে ফিরছে পিএসজি।
মঙ্গলবার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই পোস্টে লেগে বল জালে পাঠান ডেম্বেলে। শুরুতে পুরোপুরি দাপট দেখানো পিএসজি গোলটি ধরে রাখে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। অর্থাৎ সুবিধাজনক অবস্থায় থেকেই ফ্রান্সে ফিরছে লুইস এনরিকের দল।
শুরুর দিকে গোল হজম করে ব্যাপক চাপে পড়ে আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ড আক্রমণে ছুটে যাওয়া পিএসজির আশরাফ হাকিমিকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন এবং মারকুইনহোস হাকিমির ক্রস থেকে সরাসরি আর্সেনাল গোলরক্ষক রায়ার হাতে বল মারেন।
প্রথমার্ধে আর্সেনালের জন্য মাথাব্যথার কারণ হয়ে ওঠেন কভারাত্সখেলিয়া। জুরিয়েন টিম্বারের এক সন্দেহজনক চ্যালেঞ্জে পড়ে গেলে তিনি পেনাল্টির দাবি জানান।
এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলি বুকায়ো সাকার ক্রসে গোলের খুব কাছাকাছি গিয়েও বল স্পর্শ করতে পারেননি এবং বিরতির আগমুহূর্তে ডুনারুম্মার দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছিল আর্সেনাল। ৪৭তম মিনিটে ডেকলান রাইসের বাঁকানো ফ্রি-কিকে হেড দিয়ে পিএসজির জালে বল জড়ান মিকেল মেরিনো। কিন্তু ভিএআর দেখে সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি। এই স্প্যানিশ মিডফিল্ডার নিজেই অফসাইড সীমানায় ছিলেন। মুহূর্তেই স্বাগতিক দল ও দর্শকদের উদযাপন রূপ নেয় হতাশায়।
আবা/এসআর/২৫