জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) দুপুরে এক বিবৃতিতে সরকার জানায়, রাজস্ব আদায় ব্যবস্থায় চলমান অচলাবস্থা অবসানে কর্মস্থলে ফিরে আসতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। সরকার সতর্ক করে বলেছে, আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। বিবৃতিতে জানানো হয়, দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থাই দেশের বাজেট বাস্তবায়নের বড় প্রতিবন্ধকতা। এনবিআরের বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি এই দুর্বলতার মূল কারণ। তাই জাতীয় স্বার্থে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ গত দুই মাস ধরে এনবিআরের কতিপয় কর্মকর্তা-কর্মচারী আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত করে চলেছে। তাদের এই আন্দোলনকে সরকার ‘পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক’ বলে উল্লেখ করেছে। এমন পরিস্থিতিতে কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের আওতাধীন সব দপ্তরের চাকরি ‘অত্যাবশ্যকীয় সেবাখাত’ হিসেবে ঘোষণা করেছে সরকার। বিবৃতিতে আরও বলা হয়, সরকার আলোচনার মাধ্যমে সমাধানে প্রস্তুত থাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছে এবং অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। ফলে দেশ ও জনগণের স্বার্থে সরকার প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে।