ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের (বৃহস্পতিবার) ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের আজকের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাটির নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়,পরীক্ষা,স্থগিত,বন্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত