ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

অবশেষে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

অবশেষে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

রুট নির্ধারণের দাবিতে ঢাকার বনানী এলাকায় প্রায় ছয় ঘণ্টা ধরে চলা সিএনজিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শুরুর শর্তে সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা।

চালকদের দাবি, তারা ‘ঢাকা থ’ নম্বরপ্লেটধারী অটোরিকশা চালক। মূলত ঢাকা জেলার অনুমতিপ্রাপ্ত হলেও গত কয়েক বছরে বোরাইদ, বাড্ডা, ভাটারা, মাতুয়াইল, দক্ষিণখান, শ্যামপুরসহ ১৬টি এলাকা ঢাকা সিটির আওতায় চলে যাওয়ায় তারা আর সেসব এলাকায় চলাচল করতে পারছেন না। সিটি এলাকায় প্রবেশ করলেই তাদের গাড়ি জব্দ এবং জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

দুপুর ১২টা ৩০ মিনিটে বিআরটিএ বনানী কার্যালয়ের সামনের দুইপাশের রাস্তা বন্ধ করে চালকরা অবস্থান শুরু করেন। বিকেল ৩টার দিকে উত্তরমুখী রাস্তা খুললেও অন্য পাশ বন্ধ ছিল সন্ধ্যা পর্যন্ত। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। বিমানবন্দর এলাকা পর্যন্ত এই জট ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সড়ক ছেড়ে দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে যানজট থাকায় ট্রাফিক পুলিশ অতিরিক্ত দায়িত্বে কাজ করে যান চলাচল নিয়ন্ত্রণে রাখে।

সড়কে অবস্থান নেওয়া চালকদের কেউ কেউ 'কাফনের কাপড়' পরে সড়কে শুয়ে-পড়ে ছিলেন। বিক্ষোভকারীরা বিআরটিএ কার্যালয়ের ফটকে অবস্থান নেওয়ার ফলে অফিসের কর্মকর্তারাও অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনকারীদের দাবি, তারা যেসব এলাকায় আগে বৈধভাবে চলাচল করতেন, বর্তমানে সেগুলো সিটির অন্তর্ভুক্ত হলেও তাদেরকে চলতে দেওয়া হচ্ছে না। অথচ তারা সেই অনুযায়ী ট্যাক্স দিয়ে যাচ্ছেন।

আবা/এসআর/২৫

অটোরিকশা চালক,সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত