ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এনসিপির সমাবেশ শুরু, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

এনসিপির সমাবেশ শুরু, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে এসে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকার সমাবেশ স্থলে এসে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

বেলা সোয়া দুইটা থেকে তারা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন।

এর আগে দুপুর ১টার দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা ও পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।

তারও আগে সকালে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে তাদের পদযাত্রা চলছে। আজকের কর্মসূচির নাম দেওয়া হয়েছে- ‘মার্চ টু গোপালগঞ্জ’।

এনসিপি,সমাবেশ,গোপালগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত