
বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ (রোববার) বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, রোববার কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন। ৩টার সময় বিএনপির সাথে, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি নুরকে ফোন করেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানেন।
ফোনালাপে প্রধান উপদেষ্টাকে শুক্রবারের ঘটনার বিস্তারিত জানান নুর। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাকে।
আবা/এসআর/২৫