অনলাইন সংস্করণ
১৬:৫৪, ৩১ আগস্ট, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নব যোগদানকৃত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের-এর সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের যে সমস্যাগুলো রয়েছে; বিশেষ করে, জনবল ও পদোন্নতি বিষয়ক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তাছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরো গতিশীল করার চেষ্টা করব।
সভাপতির বক্তব্যে ড. মো. আবু সুফিয়ান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেক অর্জন রয়েছে যা ফোকাস করা হচ্ছে না। প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্জনগুলো মাঠপর্যায়ে ব্যাপক আকারে পৌঁছাতে পারলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মো. বয়জার রহমান।
এছাড়া মতবিনিময় সভায় অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।