ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) ২নং পিলারের বেজমেন্ট থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল নদীতে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান।

তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এস আই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করেন। নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল আঘাতে বিকৃতি অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা তাকে লাফ দিতে দেখেছে বলে পুলিশকে সে জানায়।

নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আবা/এসআর/২৫

খুলনা,সাংবাদিক,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত