ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিশির মনির

ডাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আজ বা কাল আপিল

ডাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আজ বা কাল আপিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে আজ অথবা কাল আপিল করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, উচ্চ আদালতের যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আজ অথবা কাল আমরা আপিল করবো।

আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এই আইনজীবী।

এদিকে, ডাকসু নির্বাচন স্থগিতাদেশ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট করেছেন অ্যাডভোকেট শিশির মনির। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ।’’

শিশির মনির,ডাকসু নির্বাচন,স্থগিতাদেশ,আপিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত