অনলাইন সংস্করণ
২০:১৪, ০১ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেউ যদি ডাকসু নির্বাচনে হস্তক্ষেপ বা ভন্ডুল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
কমিশনারের মতে, নিরাপদ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
এরপর উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত দেন।