অনলাইন সংস্করণ
২১:২১, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের প্ল্যাটফর্ম আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্পৃক্ত করে রোহিঙ্গা সঙ্কট সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব করেছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এপিএইচআরের একটি প্রতিনিধি দল এ প্রস্তাব তোলে।
এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, দুটি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত—রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন একটি তহবিল গঠন এবং বাংলাদেশ-চীন-আসিয়ান ত্রিপক্ষীয় উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলন আয়োজন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়ে বাংলাদেশকে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা আসিয়ানের অংশ না হওয়ায় রোহিঙ্গা সংকটকে সেখানে তুলতে পারি না। অথচ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’
তিনি এপিএইচআরের কাছে প্রস্তাব দেন, একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন করা হোক, যেখানে বাংলাদেশকে আমন্ত্রিত দেশ হিসেবে যুক্ত করা যায়।
চার্লস সান্তিয়াগো উল্লেখ করেন, আসিয়ান সংসদ সদস্যরা ২০১৮ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই এ বিষয়ে নজর রাখছেন। তবে গত দুই-তিন বছর তারা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে বেশি মনোযোগ দেওয়ায় কিছুটা নীরব ছিলেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চনলাথন সুপাইবুনলার্ড।