অনলাইন সংস্করণ
১৪:৫১, ০৪ সেপ্টেম্বর, ২০২৫
আগামী নির্বাচিত সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো গাড়ি কেনার প্রস্তাবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা, যা কিনতে ব্যয় হবে প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।
পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি কেনা হবে। সব মিলিয়ে ২৮০টি গাড়িতে সরকার ব্যয় করবে প্রায় ৪৪৫ কোটি টাকা।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বর্তমানে যথাযথ মানের গাড়ি নেই। বর্তমান ব্যবহৃত গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা, যা মেরামত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকা সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ জরুরি কাজ করতে বর্তমান গাড়িগুলো পর্যাপ্ত নয়।
সরকারি যানবাহন অধিদপ্তর প্রক্রিয়া সম্পন্ন করে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে গাড়িগুলো ক্রয় করবে।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ১৯৫টি জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাসও কেনা হবে।
তবে অর্থ বিভাগ কয়েকটি শর্ত জুড়েছে। নতুন গাড়িগুলো প্রাধিকারভুক্ত হবে এবং প্রতিস্থাপক হিসেবে কেনা গাড়ি ব্যবহারযোগ্য না হলে বিআরটিএ অনুমোদন লাগবে। সরকারি ক্রয় প্রক্রিয়া অবশ্যই পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুসারে হবে।
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন করেছেন, পরবর্তী সরকারের গাড়ি কেনার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কেন নিচ্ছে। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত বাতিল করা উচিত, এটি বর্তমান সরকারের ‘ম্যান্ডেট’ নয়।’