ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে দুই যুবক নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত দুই যুবক হলেন– সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। আহতরা হলেন– ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ।

ওসি কাজী রফিক জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ও আজ ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুজনেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। নিহত একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, আরেকজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন দুই যুবক। তাদের মধ্যে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

মোহাম্মদপুর,ছিনতাইকারী,গণপিটুনি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত