অনলাইন সংস্করণ
২১:৩৭, ১০ সেপ্টেম্বর, ২০২৫
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সেখানে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশ্বস্ত করেছেন, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সবাই সুস্থ আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারছি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল শুরু হলে তাদের ফেরত আনা সম্ভব হবে।’
ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ হোসেন বলেন, আটকে পড়াদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই বিকল্প কোনো ব্যবস্থা নেই, কেবল অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, আন্দোলনকারীরা রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে এক পর্যায়ে একটি হোটেল তল্লাশি করেছিল। তখন তারা বাংলাদেশের ফুটবলারদের মুখোমুখি হলেও কোনো ধরনের বিরক্ত না করেই সরে যায়। ‘বাংলাদেশিদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই, তাই সংকটের আশঙ্কাও নেই,’ বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। ‘আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।’
এসময় আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘ যদি রাশিয়া–ইউক্রেন সীমান্তে বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে।
এছাড়া সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ–ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কেও সাংবাদিকরা প্রশ্ন করলে তৌহিদ হোসেন জানান, এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট পাননি। তথ্য পেলেই গণমাধ্যমকে জানানো হবে।