ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দুটি ফ্লাইট চালু

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দুটি ফ্লাইট চালু

নেপালে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে আজ (১১ সে‌প্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্প‌তিবার (১১ সে‌প্টেম্বর) নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

জানা গেছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ জন বাংলাদেশিসহ নেপালে বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন।

এ‌দিকে, আজ বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে ঢাকায় ফিরছে বাংলাদেশ ফুটবল দল।

উল্লেখ্য, গত সোমবার নেপাল সরকার ফেসবুক, এক্স (আগে টুইটার), ইউটিউবসহ ২০টিরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর হাজারো তরুণ-তরুণী বিক্ষোভে নামেন। পুলিশ গুলি চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। মঙ্গলবার সরকারি স্থাপনাগুলোতে হামলার পর সহিংসতা ভয়াবহ রূপ নেয়। ফলে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

নেপাল,আটকেপড়া,বাংলাদে‌শি,বিমান বাংলাদেশ এয়ারলাইনস,রাষ্ট্রদূত শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত