অনলাইন সংস্করণ
১৮:৩৩, ১১ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌ অধিক্ষেত্রের পূজা মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির করণীয়, নৌ পুলিশের করণীয়, পূজা চলাকালে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিমা বিসর্জনের সময় করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় পূজা কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নৌপথে টহল জোরদার করার পরামর্শ দেন। এ সময় তারা নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, দুর্গাপূজা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ সময় নৌ অধিক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে যাতে নারী-শিশুসহ পূজারীরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের সরাসরি উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা কমিটির নেতারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।