অনলাইন সংস্করণ
১৭:৪৬, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী ইলিশ রপ্তানি করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য ইলিশের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং অনুমোদিত পরিমাণের বাইরে অতিরিক্ত রপ্তানি করা যাবে না।
এছাড়া অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে সাব-কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না। একইসঙ্গে সরকার প্রয়োজনে যে কোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।