ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিমানবন্দরের নিরাপত্তা এপিবিএনের হাতে, সরে আসছে বিমানবাহিনী

বিমানবন্দরের নিরাপত্তা এপিবিএনের হাতে, সরে আসছে বিমানবাহিনী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব আবারও পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর ফলে দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।

সরকারি সূত্রে জানা যায়, বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, এপিবিএন দ্রুতই বিমানবন্দরের টার্মিনালের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে।

২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ রাতারাতি আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে দিলে অস্থায়ীভাবে বিমানবাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়। একই সময় এপিবিএনকে টার্মিনালের ভেতর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে একক কমান্ড নিশ্চিত করা, সব সংস্থাকে বেবিচকের একক কর্তৃত্বে কাজ করা, এপিবিএন ও অ্যাভসেককে নির্ধারিত দায়িত্বে রাখা এবং বিমানবাহিনীর টাস্কফোর্সকে অবসান ঘটানো।

পাশাপাশি সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা আয়োজন ও বেবিচককে কাঠামোগত সংস্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরে আসছে বিমানবাহিনী,এপিবিএনের হাতে,বিমানবন্দরের নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত