ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত যুবকের নাম আমিন (৩০)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় বসবাস করতেন এবং একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে করে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সাইকেলসহ পানিতে পড়ে যান তিনি। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজন বাঁশের সাহায্যে তাকে পানি থেকে টেনে তোলেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, ওই সড়কে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে এবং রাতে বৃষ্টির কারণে সড়কে পানি জমে ছিল। ধারণা করা হচ্ছে, পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় সাইকেল চালানোর সময় আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানী,বংশাল,পুরান ঢাকা,বিদ্যুৎস্পৃষ্ট,নিহত,মৃত্যু,যুবক,নাজিরা বাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত