অনলাইন সংস্করণ
১৭:৫৫, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন নেভানোর সময় বিস্ফোরণে দগ্ধ আরও একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। প্রায় দুই দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেছেন ফায়ার সার্ভিসের সদস্য নুরুল হুদা। এতে করে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হুদার মৃত্যু হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়। শামীম আহমেদ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মারা যান। ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন আরেক ফায়ার ফাইটার নুরুল হুদাও।
জানা গেছে, নিহত ফায়ার ফাইটার নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক।